মৌলভীবাজার দুই দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

মৌলভীবাজার সংবাদদাতাঃ পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজারে আগামী শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা থেকে শনিবার ভোর ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
মঙ্গলবার (৮ মার্চ) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
নোটিশে বলা হয়েছে,
উপযুক্ত বিষয়ে আপনার অবগতির যে ‘Modification of Shahjibazar TBS inlet line from Habiganj gas field and other ancillary works’ শীর্ষক কাজটি সম্পাদনের লক্ষ্যে অনুমোদন মোতাবেক আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের আওতাধীন এলাকায় আগামী ১১ মার্চ ২০২২ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকা হতে পরদিন ১২ মার্চ ২০২২ তারিখ রোজ শনিবার সকাল ৬ ঘটিকা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরি কারণে গ্যাস বন্ধের সময়সূচি হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে।
সাময়িক সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।