বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে স্কুলছাত্রের উপর হামলার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে সহপাঠি স্কুল ছাত্রকে তুলে নিয়ে ফিল্মি কায়দায় পেটানোর প্রধান অভিযুক্ত রিয়াদ (১৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে পৌরসভার নয়াগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার অপর সহযোগীরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে হামলায় আহত দশম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল ফাহাদ (১৬) এর অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে তরল খাবার দেয়া হচ্ছে। কথা বলতেও সমস্যা হচ্ছে তার-এমনটি জানিয়েছেন মামা আব্দুল বাসিত।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কৌশলে একটি সিএনজি অটোরিক্সায় করে সুপাতলা গ্রামের ভিতরে নিয়ে যায় নয়াগ্রামের রিয়াদ ও তার কিশোর সহযোগীরা। সেখানে তাকে বেদড়ক পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায় হামলাকারীরা। পরবর্তীতে এক সেলুন কর্মচারি আহত ফাহাদকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। হামলাকারি রিয়াদ উকিল মিয়ার ছেলে। সেও একই বিদ্যালয়ের ছাত্র। তবে তার সহযোগীরা কিশোর অপরাধী বলে জানা গেছে।

জানা যায়, গত কয়েকদিন থেকে বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করত রিয়াদ। বিষয়টি ফাহাদ শিক্ষকদের জানালে রিয়াদকে শাস্থির কবলে পড়তে হয়। এ নিয়ে বিরোধের জের ধরে হামলার এ ঘটনা ঘটে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পুলিশ বুধবার ভোর রাতে নয়াগ্রামের নিজ বাড়িতে রিয়াদকে গ্রেপ্তার করেছে।

Back to top button