বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালন করেছেন বিয়ানীবাজারবাসী। ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে উপজেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচিতে ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার কথাটি স্পষ্টভাবে ফুটে ওঠে।

দিনটি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে শুরুতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, বঙ্গবন্ধু বিশ্বের অবিসংবাদিত নেতা। তাঁর ঘোঘণার মধ্য দিয়ে বাঙ্গালি জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। তাই আমাদের কাছে ৭মার্চের গুরুত্ব অপরিসীম।

তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৭মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

Back to top button