অপরাধ চিত্র
এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যায় প্রেমিকের বিরুদ্ধে মামলা

রাজধানীর গুলশানে নিজ বাসায় এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে এশার প্রেমিক প্লাবন ঘোষকে।
এশার মা সানজিদা নাহার শুক্রবার রাতে গুলশান থানায় এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, এশাকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন তার প্রেমিক প্লাবন।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান রিপন বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতে মামলাটি করেছেন এশার মা। বাদীর অভিযোগ, আসামি তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। আমরা সে অনুযায়ী মামলা নিয়েছি এবং আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’