বিয়ানীবাজার সংবাদ

শাহবাগে প্রকাশ্যে কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগে প্রকাশ্যে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শাহবাগ মোড়ে ফুলের দোকানের সামনে দিয়ে কলেজপড়ুয়া এক তরুণী হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ সাদ্দাম নামে এক যুবক তাকে পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করে। ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন সাদ্দামকে ধরে ফেলে। পরে তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।

ওসি মওদুত হাওলাদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক সাদ্দাম নেশাগ্রস্ত। তার মানসিক সমস্যাও থাকতে পারে। ভুক্তভোগী ছাত্রী এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন।’

Back to top button