বিয়ানীবাজারে স্পোকেন ডট কম’র সনদপত্র বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে জনপ্রিয় ইংলিশ লার্নিং ইনিস্টিউট স্পোকেন ডট কম এর স্পোকেন ২৫৭ ব্যাচের সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপরে উপজেলার অভিজাত একটি রেস্টুরেন্টে এই সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর ইমরান হোসেন এর সভাপতিত্বে ও
আইএলটিস ট্রেইনার তানজির আবেদিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস রিয়া৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন সানজিদা আক্তার, রিমা বেগম ও তাসমিনা সিদ্দিকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্পোকেন ডট কমের চেয়ারম্যান ডাক্তার শাহরিয়ার রহমান৷
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
স্পোকেন ডটকমের ম্যানেজার সাইদুল ইসলাম, আইএলটিস ট্রেইনার বেরাদুর রহমান রাজা,স্পোকেন ইংলিশ ট্রেইনার আবিদ হোসেন, আমজাদ হোসেন তাহমিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা শাহরিয়ার রহমান বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। নিজের ক্যারিয়ারকে উন্নত ক্যারিয়ারে রূপান্তর করার জন্য এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
তিনি শিক্ষার্থীদের এই অর্জনকে উৎসাহ হিসেবে গ্রহণ করে আগামীতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন সম্পন্ন করার জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন অতিথিরা।