শ্রীমঙ্গলে অভিযানে পাল্টে গেছে ফুটপাতের চিত্র

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ফুটপাত দখল মুক্ত ও সড়কের পাশে অবৈধ গাড়ি ও মোটর সাইকেল পাকিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের তৃতীয় দিনের মতো অভিযান শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিনের নেতৃত্বে ফুটপাত দখল মুক্ত ও রাস্তার ধারে অবৈধ ভাবে রাখা গাড়ি ও মোটর সাইকেল রেখে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো অভিযানে পরিচালিত হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. শামীম অর রসিদ তালুকদার।
সড়কের পাশে অবৈধ ভাবে রাখা গাড়ি ও মোটর সাইকেল ও হাটাচলার রাস্তায় স্থাপনা গড়ে তোলার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন। ৩দিনের ফুটপাত দখল মুক্ত ও অবৈধ পার্কিং এর বিরুদ্ধে চলা অভিযানের ফলে শহরের যানজট অনেকটা কম দেখা গেছে। শহর জুড়ে ফুটপাত দখল মুক্ত হওয়ায় সড়কের ও ফুটপাতের সুন্দর্য বৃদ্ধি পেয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার জানান, যানজট নিরসনে আগামী ১ মার্চ থেকে ব্যাটারি চালিত অটো ও মিশুক শহরে প্রবেশ বন্ধ করা হবে।
অভিযানে মৌলভীবাজার ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) মোহাম্মদ মাহফুজ আলম, ট্রাফিক ইনস্পেক্টর অমিতাভ শেখর চৌধুরী, বাইজিদ মাহফুজ, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।