বিয়ানীবাজার সংবাদ

লিবিয়ায় বিয়ানীবাজারের ২৪ জন নিখোঁজ, সাগরপাড়ে জিম্মি করে মুক্তিপণ আদায়

ডেস্ক: অনিশ্চিত যাত্রা। আছে মৃত্যুর ঝুঁকি। এরপরও সিলেটীরা দলবেঁধে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায়। তাদের নিয়ে উৎকণ্ঠার অন্ত নেই। সাগরে নৌকা ডুবলেই এই শঙ্কা কয়েক গুণ বাড়ে। অপেক্ষা কেবল লাশের। কিন্তু লাশও আসে না। সাগরেই হচ্ছে সলিলসমাধি। সম্প্রতি সিলেটের ২৪ জন নিখোঁজ ও বহু তরুণ লিবিয়ায় থাকার কারণে সিলেটজুড়ে উৎকণ্ঠা বেড়েছে।

জানা যায়, প্রবাসী অধ্যুষিত সিলেটের এমন গ্রাম খুঁজে পাওয়া মুশকিল যেখানে ইউরোপ প্রবাসী নেই। এ জন্য এ অঞ্চলের তরুণরা ইউরোপ যাত্রার স্বপ্নে বিভোর। একবার ইউরোপে প্রবেশ করতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান, মাসে লাখ টাকা উপার্জন সম্ভব- এমন মরীচিকার পেছনে ছুটে ভূমধ্যসাগরে ডুবে প্রাণ দিচ্ছেন সিলেটী তরুণরা। তাদের পরিবারে চলছে এখন আহাজারি।

স্থানীয় সূত্র মতে, হাজারো তরুণ এখন লিবিয়াতে রয়েছেন। এর মধ্যে সিলেট বিভাগের দেড় শতাধিক তরুণ ও যুবক রয়েছেন। তাদের অনেকেই রয়েছেন জিম্মি, কেউ কেউ কারাগারে। আবার কেউ নৌকায় সাগরে ভাসছেন। অভিবাসন বিশেষজ্ঞ এবং জনশক্তি খাত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে বেকারত্ব, বৈধপথে বিদেশ যাওয়ার সুযোগ কমে যাওয়া এবং ইউরোপের মোহে তরুণরা অনেক সময় ডিঙি নৌকায়ও ভূমধ্যসাগর পাড়ি দেয়ার ঝুঁঁকি নিচ্ছেন।

দালালরা তরুণদের এ স্বপ্নকে পুঁজি করে পাতছেন প্রতারণার ফাঁদ। বিভিন্ন দেশে বাংলাদেশী তরুণ ও যুবকদের জিম্মি করে মুক্তিপণ হিসেবে দেশের স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালালরা। সিলেটের এমন একটি দালালচক্রের সন্ধান মিলেছে। তারা প্রবাসী অধ্যুষিত গ্রামগুলোতে নিয়োগ দিয়েছে নিজস্ব এজেন্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, দালালচক্র সিলেটের প্রবাসী অধ্যুষিত গ্রামগুলোতে নিজস্ব এজেন্ট নিয়োগ দেয়। অবস্থাসম্পন্ন পরিবারগুলোতে গিয়ে এজেন্টরা শুভাকাক্সক্ষী সেজে তাদের পরিবারের তরুণ সদস্যটিকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতে উদ্বুদ্ধ করে। তাতে পরিবার রাজি হলে তাদেরকে দালালের ঠিকানা ধরিয়ে দেয় এজেন্ট। এরপর দালালচক্রের সদস্যদের সাথে চলে ইউরোপ যেতে আগ্রহীদের চুক্তি।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই চক্র ইতালিতে পাঠানোর নাম করে লিবিয়ায় সিলেটের ২৫ তরুণকে জিম্মি করে রেখেছিল। এর মধ্যে একজন মারা গেছেন সে দেশের পুলিশের গুলিতে। আর ৭-৮ মাস ধরে বাকি ২৪ জনের খোঁজ মিলছে না।

ভুক্তভোগী কয়েকজন জানান, সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২৫ জন তরুণকে ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর চুক্তি করে ‘ফরহাদ’ সিন্ডিকেট। আদমপাচারকারী ওই চক্রের প্রধান ফরহাদ আহমদ। সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজারের বাসিন্দা ফরহাদ বর্তমানে পর্তুগাল থাকেন। সেখান থেকে নিয়ন্ত্রণ করেন পুরো সিন্ডিকেটের কার্যক্রম। এই সিন্ডিকেটে তার স্ত্রী, মা ও বোনসহ পরিবারের আরো কয়েকজন সদস্য রয়েছেন। ১০-১২ লাখ টাকায় বাংলাদেশ থেকে দুবাই ও লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর চুক্তি করেন তারা।

চুক্তি অনুযায়ী তাদেরকে লিবিয়া পর্যন্ত নেয়া হয়। সেখান থেকে ট্রলারে করে তাদেরকে ইতালি পাঠানোর কথা। কিন্তু লিবিয়ায় নেয়ার ওই তরুণদের জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়। একের পর এক দালালের কাছে বিক্রি করে দেয়া হয় তাদেরকে। দালালের হাত বদলের সাথে বাড়তে থাকে টাকার পরিমাণ। নতুন দালাল তাদেরকে জিম্মি করে দেশের স্বজনদের টাকা পাঠাতে বাধ্য করে।

বিয়ানীবাজারের ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দালালদের মাধ্যমে যে ২৫ জন তরুণ ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া পর্যন্ত গেছেন গেল প্রায় চার মাস ধরে তাদের কোনো খোঁজ মিলছে না। এর মধ্যে লিবিয়ার ত্রিপোলির একটি জেল থেকে পালানোর সময় এক তরুণ মারা গেছে। অপর একজন জেল থেকে পালাতে সক্ষম হয়েছে। কিন্তু জেল থেকে বের হওয়ার পর সে আবার আরেক দালালের কাছে আটক হয়। ওই দালাল মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে থেকে প্রায় পাঁচ লাখ টাকা আদায় করেছে। এখন ওই তরুণেরও খোঁজ মিলছে না।

নিখোঁজ তরুণের এক আত্মীয় জানান, দালালের সাথে চুক্তি ছিল গন্তব্যে পৌঁছার আগে কোথাও পুলিশের হাতে আটক হলে দালাল তার নিজ দায়িত্বে ও খরচে সে মুক্ত করবে। কিন্তু লিবিয়ায় যাওয়ার পর দালালরা চুক্তির কোনো কিছুই মানছে না। তারা নানা অজুহাতে শুধু টাকাই নিয়েছে।

বিয়ানীবাজার উপজেলার পূর্ব লাউজারী গ্রামের আতিকুর রহমান জানান, তার ছেলে আব্দুল্লাহ আল মামুনও দালালের মাধ্যমে ইতালিতে যেতে চেয়েছিল। গত চার মাস ধরে সে লিবিয়ায় নিখোঁজ রয়েছে। দালালকেও এখন ফোনে পাওয়া যাচ্ছে না। তার ফোন বন্ধ।

জানা যায়, ২০১৫ সাল থেকে লিবিয়ায় বৈধভাবে বাংলাদেশী শ্রমিক আসার ওপর নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা থেকে প্রতিনিয়ত বডি কন্ট্রাক্টের মাধ্যমে ভিজিট ভিসায় দুবাই, এরপর তিউনিসিয়া হয়ে লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজি আসছে। কিছু দিন অবস্থান করার পর সিন্ডিকেটের মাধ্যমে ত্রিপোলি হয়ে স্বপ্নের ইউরোপের পথে পাড়ি জমাতে তাদেরকে সাগরপথে নৌকায় তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু লোক যেতে পারলেও পথে অনেকে ধরা পড়ছে।

এসব মানুষের শেষমেশ ঠাঁই হয় ডিটেনশন ক্যাম্পে। আবার অনেকে মাফিয়া গ্রুপের হাতে আটক হয়। সেখানেও তারা নির্যাতিত হয়। একপর্যায়ে তাদেরকে মুক্ত করাতে দেশ থেকে স্বজনদের মুক্তিপণের টাকা পাঠাতে হয়। ক্যাম্প থেকে মুক্তি পেতে তাদেরকে মাথাপিছু দুই লাখ টাকা করে দিতে হয়। নতুবা বন্দিদশা থেকে মুক্তি মেলে না।

যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে মানুষ প্রাণ বাঁচাতে ইউরোপের দিকে ছুটছে। কিন্তু বাংলাদেশীরা কেন যাচ্ছেন? এ প্রশ্নে ব্র্যাক মাইগ্রেশনের প্রধান শরিফুল ইসলাম হাসান গণমাধ্যমকে বলেন, এর প্রধান কারণ ইউরোপের মোহ। তরুণদের ধারণা, ইউরোপ যেতে পারলেই লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন। সাগরপথে ইউরোপ যেতে মরিয়া তরুণরা মনে করেন তার কিছু হবে না। যে করেই হোক যেতে পারবেন। দালালরাও তাদের আশ্বস্ত করে- কিছু হবে না। এ ভরসাতেই লাখ লাখ টাকা খরচ করে ইউরোপে যাওয়ার ঝুঁঁকি নেন তারা।

ক্যাম্পে বসবাসের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে জবাবে শরিফুল ইসলাম হাসান বলেন, ক্যাম্পে সামান্য কয়েক বর্গইঞ্চি তাঁবুর মধ্যে তাদের রাত কাটাতে হয়। রাতের বেলার ঠাণ্ডা বাতাসকে নিবারণ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ ছাড়া খাদ্য সমস্যা তো আছেই।

এ ব্যাপারে র্যাব-৯ সিলেটের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বলেন, জীবিকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কোথাও পাড়ি জমানো ঠিক না। বেঁচে থাকলে অর্থ উপার্জন করা যাবে, কিন্তু মারা গেলে তো শেষ। প্রশাসন মানবপাচার চক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক। ইতোমধ্যে সিলেটের মানবপাচারকারী একটি সিন্ডিকেট চক্রের সন্ধান পেয়েছে। তাদের ধরতে র্যাব মাঠে কাজ করছে।

নিউজ: নয়া দিগন্ত

Back to top button