মৌলভীবাজার

নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ

নিউজ ডেস্ক- মৌলভীবাজারে নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে চাল, ডাল, চিনি, তেল, পানি, গ্যাস বিদ্যুৎসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রবীণ কৃষক নেতা আবদুর রাজ্জাক, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সদস্য আবু রেজা সিদ্দিকী ইমন, সুরুক আহমদ, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাশ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন এ সরকার বার বার নিত্যপণ্যসহ গ্যাস বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি করে জনগণকে অতিষ্ঠ করে তুলেছে।

Back to top button