কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাব) এর অভিযানে দুইটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকয়িা গ্রামে হানিফ মিয়ার ঘর থেকে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পৃথিমপাশার গণকিয়া গ্রামের রেজান আলীর পুত্র হানিফ মিয়ার (৪০) ঘরে অভিযান চালায় র‍্যাব। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় তৈরী পাইপগান, ১০ টি দেশীয় অস্ত্র দা, ১টি চায়নিজ কুড়াল, ২৩ টি সুচালে লোহার ফলাকা যুক্ত ধনুকের তীর উদ্ধার করা হয়। অভিযানের সময় হানিফ মিয়া বাড়িতে না থাকায় তাঁকে আটক করতে পারেনি র‍্যাব।

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার বসু দত্ত চাকমা মোবাইলে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। হানিফ বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। হানিফকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Back to top button