মৌলভীবাজারের লাউয়াছড়া বনে বিশালাকার অজগরের ভিডিও ভাইরাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশাল আকারের অজগর সাপ চলাচলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনায় জন্ম দিয়েছে। এটি দেশের সবচেয়ে বড় অজগর হিসেবে দাবি করছেন বন্যপ্রাণী সম্পর্কিত অনেকেই।
তবে প্রাণী গবেষক ও পরিবেশ কর্মীরা বলেছেন, এত বড় সাপ তারা বাস্তবে আগে দেশের কোথাও দেখেননি। শুধু বিদেশি সিনেমাতেই দেখেছেন। এটিই হয়তো দেশের সবচেয়ে বড় অজগর।
রোববার ফেসবুকে অজগর সাপের প্রায় ৩ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বিশাল আকৃতির অজগর সাপটি লাউয়াছড়া এলাকার পার্শ্ববর্তী জাগছড়া এলাকার লেবু বাগানের ভিতর দিয়ে চা বাগানের দিকে যাচ্ছে। সাপটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২০-২১ ফুট হবে। কয়েকজন পর্যটক অজগরটি চলে যাওয়ার দৃশ্যের ভিডিও ধারণ করতে ব্যস্ত দেখা যায়।
ধারণা করা হচ্ছে তাদের মধ্যে থেকেই কেউ একজন পর্যটক বিশাল আকারের অজগর সাপটির ভিডিও ফেসবুকে আপ করেছেন। তারপর ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। বিভিন্নজন ভিডিওটি শেয়ার করেছেন। সাপটির সর্বশেষ অবস্থান জানা যায়নি।
এদিকে ভাইরাল করা বিশাল অজগরটি নিয়ে চলছে আলোচনা। বন্যপ্রাণী নিয়ে কাজ করা গবেষকরাও হতবাক। এত বড় অজগরের বসবাস লাউয়াছড়ায় তারা কোনো দিন দেখেননি।
লাউয়াছড়া পুঞ্জির আদিবাসী নেতা সাজু মার্চিয়াং জানান, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী বিভিন্ন লোকালয়ে প্রায়ই দেখা মেলে অজগরের। মাঝে মধ্য মানুষের হাতে ধরাও পড়ে। সেগুলো সর্বোচ্চ ৮-৯ ফুট লম্বা দেখা যায়। এদের বেশিরভাগকেই উদ্ধার করে আবার লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়। ভিডিওটিতে বিশাল সাপটি বাগানের দিকে চলে যাওয়ার দৃশ্য দেখেছি। অজগরটি অনেক লম্বা দেখা গেছে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, আমি নিয়মিত বিভিন্ন জায়গা থেকে অজগর উদ্ধার করি। কিন্তু এত বড় সাপ এর আগে কখনো দেখিনি। দেশের কোথাও এত বড় সাপের দেখা মিলেছে বলেও জানা নেই।
পরিবেশবাদী সংগঠনের সদস্য আব্দুল আহাদ বলেন, গত ১০ বছর ধরে লাউয়াছড়ায় গাইড হিসেবে কাজ করছি; কিন্তু এত বড় সাপ দেখিনি।
অজগর সাপ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন সরীসৃপ গবেষক শাহারিয়ার সিজার। তিনি বলেন, লাউয়াছড়া বনে আমরা অজগর নিয়ে অনেক দিন কাজ করেছি। দেশের বিভিন্ন জায়গায় প্রাণী নিয়ে কাজ করেছি। কিন্তু দেশের কোথাও এত বড় অজগর সাপ আমি দেখিনি।
শ্রীমঙ্গলের লাউয়াছড়া বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এত বড় অজগর সাপ আগে কোনো দিন দেখিনি। সত্যি সাপটি অনেক বড়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, লাউয়াছড়া যে বন্যপ্রাণীর জন্য একটি ভালো জায়গা, এত বড় সাপের অস্তিত্বই তা প্রমাণ করে। এদের রক্ষা করতে লাউয়াছড়াকে নিরাপদ এবং প্রাণিবান্ধব আবাসস্থল হিসেবে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।