মৌলভীবাজার

লাউয়াছড়ার অজরগরটি কি দেশের সবচেয়ে বড়?

নিউজ ডেস্কঃ  লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি বার্মিজ অজগর সাপ দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। অনেকের দাবি, দেশের মধ্যে এই সাপটিই সবচেয়ে বড়।

এ নিয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় না থাকলেও গবেষক ও পরিবেশ কর্মীদের দাবি, এত বড় সাপ তারা বাস্তবে কখনো দেখেননি। শুধু বিদেশি সিনেমাতেই দেখেছেন।

স্থানীয় সূত্র ও লাউয়াছড়া পুঞ্জির আদিবাসী নেতা নেতা সাজু মার্চিয়াং জানান, গতকাল সাপটিকে দেখা যায় লাউয়াছড়ার পার্শ্ববর্তী জাগছড়া এলাকার লেবু বাগানে। সাপটির আনুমানিক দৈর্ঘ্য ২০ ফুটের বেশি হবে।

সাপটির সর্বশেষ অবস্থা জানা যায়নি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এটি চা বাগানের দিকে যাচ্ছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী বিভিন্ন লোকালয়ে প্রায়ই দেখা মিলে অজগরের। স্থানীয়দের ছাগল ধরতে গিয়ে এরা আটকা পড়ে মাঝেমধ্যেই। পরে এদের বেশিরভাগকেই উদ্ধার করে আবার লাউয়াছড়া বনে অবমুক্ত করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘আমি নিয়মিত বিভিন্ন জায়গা থেকে অজগর উদ্ধার করি। কিন্তু এত্ত বড় সাপ আমি এর আগে কখনো দেখিনি। দেশের কোথাও এত বড় সাপের দেখা মিলেছে বলেও জানা নেই। আমি সর্বোচ্চ ১৪/১৫ ফুট লম্বা সাপ দেখেছি।’

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আদনান আজাদ বলেন, ‘গত এক যুগের বেশি সময় ধরে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছি। লাউয়াছড়া বনে দিনে রাতে অসংখ্যবার কাজ করেছি। কিন্তু এত বড় সাপ দেখিনি। দেশে গত ৩ দশকে কোথাও এত বড় সাপ দেখা গেছে বলে আমার জানা নাই।’

তিনি আরও বলেন, ‘২০১৭ সালে আমি সুন্দরবনে একটি অজগর সাপ দেখেছিলাম। তখন ভেবেছিলাম, সেটিই দেশের বুনো পরিবেশে সবচেয়ে বড় সাপ। কিন্তু লাউয়াছড়ায় এই সাপের ভিডিও দেখার পর আমার মনে হয়েছে এটি ওই সাপের চেয়ে কয়েক ফুট বেশি লম্বা। এই সাপটি ২০ ফুটের বেশি হতে পারে।’

একটি বড় অজগরের ফুট প্রতি ওজন সাধারণত ২ কেজির মতো হয়। সেই হিসেবে লাউয়াছড়ার সাপটির এক মণের বেশি হতে পারে বলেও জানান আজাদ। তার তথ্য মতে, বাংলাদেশে কোনো সাফারি পার্ক বা চিড়িয়াখানাতেও এত বড় সাপ নেই।

অজগর সাপ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন সরীসৃপ গবেষক শাহারিয়ার সিজার। তিনি বলেন, ‘লাউয়াছড়া বনে আমরা অজগর নিয়ে অনেক দিন কাজ করেছি। দেশের বিভিন্ন জায়গায় প্রাণী নিয়ে কাজ করেছি। কিন্তু এত বড় সাপ দেখিনি।’

বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিস গবেষক রফিকুল ইসলাম বলেন, ‘আমি অনেক অজগর উদ্ধার করেছি এবং দেশের সব জায়গার এসব ব্যাপারে খোঁজ রাখি। কিন্তু এত বড় সাপের খোঁজ এই প্রথম পেলাম।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গবেষক মুনতাসির আকাশ বলেন, আমি ভিডিওটি দেখেছি। লাউয়াছড়ায় এই বিশালাকার বার্মিজ পাইথনের উপস্থিতি আমাদের উত্তর-পূর্ব বনগুলোর কথা আবারো মনে করিয়ে দেয়। এত বড় সাপের প্রাকৃতিক শিকারী খুবই কম।’

সাপটিকে আবারও প্রকৃতিতে ফিরে যেতে দেয়ার প্রশংসা করে মুনতাসির আকাশ বলেন, ‘এদের রক্ষায় বন এবং বনের চারপাশে বাফার এলাকায় সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে।’

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সাপ গবেষক মোহাম্মাদ আবদুল ওয়াহেদ চৌধুরী বলেন, আমি এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ ফুট পেয়েছি। এই সাপটি তো মাপা হয়নি। তবে দেখে মনে হচ্ছে, এটি অনেক লম্বা হবে। ধারণা করছি, ২০ ফুটের বেশি। যদি তাই হয়, তবে এটি দেশে আমার দেখা সবচেয়ে বড় সাপ।’

বিভাগীর বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, লাউয়াছড়া যে বন্যপ্রানীর জন্য একটি ভালো জায়গা, এত বড় সাপের অস্তিত্বই তা প্রমাণ করে। আমাদের সবার উচিত এদের রক্ষা করতে লাউয়াছড়াকে নিরাপদ এবং প্রাণীবান্ধব রাখা। বনবিভাগ লাউয়াছড়া নিয়ে খুবই আন্তরিক। পরিবেশের জন্য সাপ খুবই প্রয়োজনীয়।’

Back to top button