বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ব্রিক ফিল্ডের পাশ থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার!

নিউজ ডেস্ক- বিয়ানীবাজারে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। রবিবার(১৩ ফেব্রুয়ারী) ৫৫ বছর বয়সী এই ব্যাক্তির লাশ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের ব্রিক ফিল্ডের নিকটবর্তী জায়গা থেকে লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ। তবে প্রাথমিক ভাবে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় সূত্রে জানা যায় রোববার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে একটি পতিত জমিতে লাশ দেখতে পান ঘটনা স্থলের পাশেই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা। পরে লাশটি কেন্দ্র করে স্থানীয়সহ বিভিন্ন জায়গার মানুষ ভীড় জমান। পরে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে বিয়ানীবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে। এবং পরে বিধি মোতাবেক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ করে বিয়ানীবাজার থানা পুলিশ।

প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া না গেলেও স্থানীয় মাধ্যমে জানা যায় কয়েকদিন ধরে লোকটি এলাকার বিভিন্ন জায়গায় যত্রতত্র ঘুরে বেড়ায় এবং তাকে দেখতে মানশিক ভারসাম্যহীন মনে হয়েছে। তবে সব শেষ রোববার তার লাশ পতিত জমিতে পাওয়া যায়।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান ঘটনার খবর পেয়েই আমরা ঘটনা স্থলেই যাই এবং লাশের সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করি। তবে লাশের পরিচয়ের ব্যাপারে তিনি জানান তদন্ত সাপেক্ষে পরিচয় পাওয়া গেলে তা জানানো হবে

Back to top button