মৌলভীবাজারে বাচ্চা পালক দিতে ফেসবুকে পোস্ট

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি শিশুটির জন্য নতুন একটি পরিবার খুঁজা হচ্ছে । শিশুটিকে ওই পরিবারে বড় হতে দেওয়া বা পালক দেওয়া হবে। ঘটনাটি মৌলভীবাজারের।
দুই মাস বয়সী কন্যাসন্তান, নাম আরিফা। দরিদ্র সিরাজ মিয়ার প্রথম সন্তান। কিন্তু আরিফার জন্মের পরেই তাঁর মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বাবা সিরাজ মিয়া পেশায় কৃষক, তিনিও মানসিকভাবে অসুস্থ।
তাই মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগ গ্রামের দুই মাসের সন্তান আরিফাকে পালক দিতে চান পরিবারের সদস্যরা।
গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিশুসন্তান আরিফাকে পালক দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন বাচ্চার চাচী শুভরা আক্তার। পোস্টে বলেন-
“আপুরা অকল আপনারার জানামতে কেউ বাচ্চা পালকা নিব নি নিলে জানাইবা ২ মাসর মেয়ে বাচ্চা, মা পাগল এর লাগি বাচ্চা পালকা দিতাম”
বাচ্চার চাচী শুভরা আক্তার জানান, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যাতে কোনও ফ্যামিলি আগ্রহী থাকলে জানাতে পারে। বাচ্চার মা পাগল। তিনি আগেও মানসিক ভাবে অসুস্থ ছিলেন। পরে কিছুটা সুস্থ হলেও এখন একেবারেই মানসিকভাবে বিকারগ্রস্ত।
তিনি জানান, শিশুসন্তান আরিফার বাবা কৃষিকাজ করেন, গরিব পরিবার। সিরাজ মিয়া নিজেও মানসিক ভাবে অসুস্থ কখন কি করেন ঠিক থাকে না। বাচ্চা দেখার মতো কেউ নাই।
তিনি বলেন, দুই মাসের বাচ্চা দেখাশুনার জন্য সব সময় একজন একজন মানুষের প্রয়োজন। দুধ ক্রয় করে আনতে হয়। বাচ্চা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।