বিয়ানীবাজার থানার ওসি হিল্লোলরায় পেলেন আইজিপি ব্যাজ

টাইমস প্রতিবেদকঃ প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় পেয়েছেন পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২১’। বৃহস্পতিবার(০৩ ফেব্রুরারি) সিলেট পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়কে আইজিপি ব্যাজ পড়িয়ে দেন। এ সময় নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়
‘অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য সম্মানীয় এই পদক প্রদান করা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বিয়ানীবাজার টাইমসকে জানান প্রদানকৃত এই সম্মাননা কাজের প্রতি তার আগ্রহ আরও বেশী তৈরি করবে। পাশাপাশি সাধারণ মানুষের সেবায় তিনি সর্বদা নিয়োজিত ছিলেন এবং ভবিষ্যতে ও থাকবেন বলে জানান।
উল্লেখ্য এর আগে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় দুইবার সিলেট রেঞ্জ সেরা ওসি নির্বাচিত হন। এবার পেলেন আইজিপি ব্যাজ।