মৌলভীবাজার

মৌলভীবাজারে ভ্যাকসিন না দিলে গুনতে হবে জেল-জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ এর ভ্যাক্সিনেশন কার্যক্রম জোরদার করার নিমিত্তে ভ্যাক্সিনেশন বিষয়ক জরুরি সভা প্রশাসন পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মের জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে মৌলভীবাজার জেলার সব পৌরসভা ও ইউনিয়নের সব জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। যারা ভ্যাকসিন দেবেন না তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে জেল জরিমানা করা হবে।

জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীনা রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী ইউএনও আশেকুল হক, পৌরমেয়র মো. ফজলুর রহমান, পৌরমেয়র মো. জুয়েল আহমেদসহ অতিরিক্ত জেলা প্রশাসকরা, ইউএইচএফপিও সংশ্লিষ্টরা সংযুক্ত ছিলেন।

Back to top button