বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভি.পি হেলিমুল হক আর নেই

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি হেলিমুল হক হেলিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার বিকেল ৪:৪৫ মিনিটে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার ভোরে ব্রেন স্টোক করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে দ্রুত আইসিউতে স্থানান্তর করেন। প্রায় দুদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় শালেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্টিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।

Back to top button