বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি প্রয়াত সামছুল হক স্মরনে দোয়া ও স্মরন সভা

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি, শিক্ষা উন্নয়ন ট্রাস্ট(EDT), বিয়ানীবাজারের সহ-সভাপতি ও সালিশ ব্যক্তিত্ব মরহুম শামসুল হকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ‘শিক্ষা উন্নয়ন ট্রাস্ট (EDT), বিয়ানীবাজার এর উদ্যোগে নিদনপুর চাষী এন্ড ইয়ুথ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা উন্নয়ন ট্রাস্ট (EDT), বিয়ানীবাজারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি মাস্টার হাজী ফখর উদ্দিন, ট্রাস্টের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষক মোঃ ফয়জুল হক, ট্রাস্টের সদস্য কবি ওয়ালি মাহমুদ, ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মনজ্জির আলী, মরহুম সামছুল হকের বড় ভাই বিশিষ্ট মুরব্বি হাজী মইনুল হক মিনু, মুরাদগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলাল উদ্দিন, ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আকবর হোসেন রবিন, মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা জসিম উদ্দিন, বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী, আর এম কম্পিউটার ইনস্টিটিউটের স্বত্বাধিকারী এনাম হোসেন এনু।
স্মরণ সভা শেষে মরহুম সামছুল হকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নিদনপুর দক্ষিণ সুপাতলা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মাসুক উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী সেলিম উদ্দিন, ইংল্যান্ড প্রবাসী খসরুজ্জামান খসরু, আবুল হোসেন, আব্দুল খালিক, নিদনপুর সুপাতলা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ছফর উদ্দিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, সমির উদ্দিন, সফর উদ্দিন প্রমুখ।
এছাড়াও ট্রাস্টের কার্যকরি সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলী, জাবেদ, রফিউল, কবির, জিবান, বাবুল, রাসেল, মাসুম, আবিদ, ইমরান, ফাহিমুজ্জামান, মোস্তাক, সুফিয়ান, উসমান, ওমরান, জুনেদ, জামিল প্রমুখ।