চান্দগ্রাম-বড়লেখা সড়কে ট্রাক-কারের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার চান্দগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে বড়লেখাগামী কারকে বেপোরোয়া গতির একটি ট্রাক চাপা দেয়। এসময় কারের অভ্যন্তরে থাকা দুইজন সহ তিনজন আহত হয়েছেন। সোমবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটে প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশার এ রাতে বড়লেখাগামী একটি প্রাইভেট কারকে চান্দগ্রাম বাজার সংলগ্ন পাম্পের সামনে বিয়ানীবাজারগামী একটি বেপোরোয়া ট্রাক চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা ধাওয়া দিয়ে বিয়ানীবাজার উপজেলার থানাবাজারে ট্রাককে চালকসহ আটকাতে সক্ষম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটে প্রেরন করেন।