বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে অসুস্থ ড্রাইভারের হাতে ট্রাক ড্রেইনে, ১ ঘন্টা রাস্তা বন্ধ

টাইমস প্রতিবেদকঃ বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে চান্দগ্রাম বাজারে শুক্রবার সন্ধ্যার পর
সরকারি কাজে নিয়োজিত জরুরীবাহি একটি ট্রাক গুরানোর সময় ড্রেনে পড়ে যায়। ফলে আঞ্চলিক মহাসড়কটি বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় সাধারণ মানুষে ঘন্টাখানেক প্রচেষ্ঠার ফলে ট্রাকটিকে সেখান থেকে সড়িয়ে রাস্তা সচল করা হয়। এ সময় রাস্তার দু পাশে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্ঠি হয়।
সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা যায় সরকারি বই নিয়ে একটি ট্টাক রাস্তা ভুল করে বড়লেখা উপজেলার বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে চান্দগ্রাম বাজারে ট্রাক গুরানোর সময় ড্রেনের উপর চাটা ভেঙ্গে ড্রেনে আটকে যায়। এতে আঞ্চলিক পুরো মহাসড়কটি বন্ধ হয়ে যায়। হঠাৎ এমন দুর্ভোগে সাধারণ পথ যাত্রীরাও অতিষ্ঠ হয়ে উঠেন। এ সময় অনেক পথ যাত্রীরা চালকের অদক্ষতাকেও দায়ী করেন। পরে স্থানীয় সাধারণ ঘন্টাখানেকের চেষ্ঠায় রাস্তা সচল করা হয়।
এই ট্রাকের সহযোগী রিফাত জানান চালক বিলাত হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসার সময়। আর রাস্তা ভুল করে আসায় এখানে এমন অনাকাঙ্গীত ঘটনার সৃষ্ঠি হয়েছে। সহযোগী রিফাত জানান ঠান্ডায় হঠাৎ জ্বর উঠে চালক বিলাত হোসেনের। প্রতিবেদক ট্রাকের ভেতর তার সত্যতা দেখতে পান।
এ সময় সরেজমিনে দেখা যায় ট্রাকের ভেতর চালক অসুস্থ হয়ে ড্রাইভিং সিটে এবং পাশের সিটের মধ্যে শুয়ে আছেন। এমন অসুস্থ শরীর নিয়ে ট্রাক চালালে আরও বড় ধরণের বিপদ হতে পারে বলে মনে করছেন স্থানীয় সাধারণ মানুষ।