বিয়ানীবাজার সংবাদ

তথ্য প্রযুক্তির যুগে আধুনিক শিক্ষার বিকল্প নেই- বিয়ানীবাজারে নুরুল ইসলাম নাহিদ এমপি

বিয়ানীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, তথ্য প্রযুক্তির এ যুগে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি, আধুনিক ও যুগোপযোগি শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, করোনা মহামারীর কারনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ঝড়ে পড়েছে, অভিভাবকদের উচিত নিজেদের সন্তানদের নূন্যতম ৩ ঘন্টা হলেও বইয়ের সামনে রাখতে, যাতে তাদের পড়াশুনায় মন থাকে।

সাবেক শিক্ষামন্ত্রী রবিবার (০৯ জানুয়ারি) সকালে বিয়ানীবাজার পৌরশহরের আজির মার্কেটস্থ বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজ, হাজী ইছরাব আলী ডিগ্রি কলেজ, ওয়েসিস ইন্সিটিটিউট অব টেকনোলোজি এবং ওয়োসিস ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, এরকম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজারের জন্য অত্যন্ত সময় উপযোগী। তিনি বলেন, আমাদের সবাইকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিয়ানীবাজার প্রবাসী অধ্যুসীত হওয়ায় এ অঞ্চলের বেশীর ভাগ মানুষের প্রবাসের দিকে ঝোক রয়েছে, সেক্ষেত্রে আধুনিক শিক্ষার বিকল্প নেই। তিনি আশা করেন এই প্রতিষ্ঠানগুলো শিক্ষার গুনগত মান ঠিক করে পাঠদান অব্যহত রাখবে।

প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্ত রাজ্য প্রবাসী লুৎফুর রহমান ছায়াদের সভাপতিত্বে সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় শুরু হওয়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালসহ আরও নেতৃবৃন্দ।

এ সময় প্রত্যেক বক্তাই এরকম কল্যানকর উদ্যেগ গ্রহণ করে তা বাস্তবে রুপ দেওয়ার জন্য যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান ছায়াদের ভূয়সী প্রশংসা করেন।

Back to top button