বিয়ানীবাজার মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন, সভাপতি মাতাব, সম্পাদক লোকমান
বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজেলার ৯নং মোল্লাপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার রাতে বিকেলে স্থানীয় মোল্লাপুর এলাকায় উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাতাবুর রহমানকে সভাপতি, লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক, জামিল আহমদকে সিনিয়র সহ-সভাপতি, নজমুল হককে যুগ্ম সম্পাদক ও জাকারিয়া আহমদকে সাংগঠনিক সম্পাদক করে মোল্লাপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আব্দুস সবুর, অহিদ আহমদ তালুকদার, এডভোকেট আহমদ রেজা, আখতার খান জাহেদ, মোল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মন্নান ও লন্ডন বিএনপির সদস্য আহমেদ শামীম।
যুবদল নেতা নাসির উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত কাউন্সিলে বক্তব্য রাখেন, বিএনপি নেতা হাসান মাহমুদ, জাকারিয়া আহমদ, লোকমান আহমদ, বাবুল হোসেন, খালেদ আহমদ প্রমূখ।