বড়লেখায় পাহাড় কাটায় এক্সকাভেটর চালককে ১ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ বড়লেখায় পাহাড় কাটার অপরাধে রাব্বি মিয়া নামের এক এক্সকাভেটর চালককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার নিজবাহাদুরপুর ইউপির হলদিরপার এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউপির হলদিরপার এলাকায় পাহাড় কাটা চলছে-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি পাহাড় কাটার সত্যতা পান। পরে সেখান থেকে তিনি একটি এক্সকাভেটর জব্দ করেন। পরে এক্সকাভেটরটির চালক রাব্বি মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন শনিবার রাতে পাহাড় কাটায় দায়ে একজনকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।