বিয়ানীবাজারে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছাস

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় বিয়ানীবাজারের বিদ্যালয়গুলোতে বিতরন করা হয়েছে নতুন বই। নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই! স্কুলজীবনে প্রতিটি শিক্ষার্থীরই এই তিন ‘নতুন’কে ঘিরে থাকে বাড়তি উচ্ছ্বাস। আর বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে এই উচ্ছ্বাসে বাড়তি আবেদন যোগ করেছে নতুন বছরের শুরুর দিনেই শিক্ষার্থীদের হাতে উৎসবের মাধ্যমে নতুন বই তুলে দেওয়ার বিষয়টি।
তবে মহামারির আস্ফালনের কারণে গেল বছর যেমন ‘বই উৎসব’ হয়নি, এ বছরও হচ্ছে না। তবে উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জাগছে নবআনন্দে।
গত ২৩ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। এতে কোনও সমস্যা হবে না।’
বিয়ানীবাজারের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ে সীমিত পরিসরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেছে।