বিয়ানীবাজার সংবাদ
এসএসসি ও সমমান পরিক্ষায় বিয়ানীবাজারে পিছিয়ে নেই মাদরাসা, পাশের হার ৯৪.৮৩%

টাইমস প্রতিবেদকঃ এসএসসি ও সমমান পরিক্ষায় বিয়ানীবাজার উপজেলায় দাখিল পরিক্ষায় মাদরাসা গুলোও করেছে আকর্শনীয় ফলাফল।
ফলাফল প্রকাশিত হওয়ার পর উপজেলার মাধ্যমমিক অফিস সূত্রে জানা যায় বিয়ানীবাজার উপজেলায় এই বছর দাখিল পরিক্ষায় অংশ গ্রহণ করেছিল মোট ১৪ টি মাদরাসা। দাখিল পরিক্ষায় মোট ৫৬১ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলেন। তার মধ্যে কৃতকার্য হয়েছেন ৫৩২ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ২৯ জন। এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন শিক্ষার্থী। শতকরা পাশের হার ৯৪.৮৩ শতাংশ।
দাখিল পরিক্ষায় অংশগ্রহণ কারী ১৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ২ টি প্রতিষ্ঠান শতভাগ ফলাফল অর্জন করে। উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন এই বছর বিয়ানীবাজাজার উপজেলায় সর্বোচ্চ ফলাফল হয়েছে।