বিয়ানীবাজার উপজেলায় জিপিএ-৫ শূন্য ২৮ শিক্ষা প্রতিষ্ঠান

এসএসসি ও সমান পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার। শিক্ষা মন্ত্রী ডাক্তার দিপু মনি এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান মন্ত্রীর কাছে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল হস্তান্তর করেন। পরে প্রকাশিত করা হয় ফলাফল।
বিয়ানীবাজার উপজেলায় এসএসসি সমমান পরিক্ষায় ২৭ টি উচ্চ বিদ্যালয় ও মাদরাসা কোন জিপিএ-৫ পায় নি। এই বছর উপজেলার মোট ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরিক্ষায় অংশ গ্রহণ করেছিল। তার মধ্যে ২৮টি প্রতিষ্ঠান জিপিএ-৫ শূন্য হয়।
উপজেলা মাধ্যমিক সূত্রে জানা যায় এই বছর বিয়ানীবাজার উপজেলায় মোট ৯৭ টি জিপিএ-৫ পেয়েছে এবং এবং ৩৪৪৭ জন শিক্ষার্থী পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বিয়ানীবাজার টাইমস প্রতিবেদককে জানান এই বছর সার্বিক বিষয় বিবেবচনা করে বিয়ানীবাজার খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনে সর্বোচ্চ ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এসএসসি ও সমমান পরিক্ষায় উপজেলার মোট ৪২ টি উচ্চ বিদ্যালয় এবং ১৪ টি মাদরাসা অংশ গ্রহণ করেছিল।