বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলায় এসএসসি ও সমমান পরিক্ষায় অকৃতকার্য ১৩১ জন শিক্ষার্থী!

এসএসসি ও সমমান পরিক্ষায় বিয়ানীবাজার উপজেলায় ১৩১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এসএসসি ও সমমান পরিক্ষায় বিয়ানীবাজার উপজেলার মোট ৫৪ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসা থেকে ৩৫৭৮ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৪৪৭ জন শিক্ষার্থী। মোট অকৃতকার্য হয়েছেন ১৩১ জন শিক্ষার্থী

বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বিয়ানীবাজার টাইমস প্রতিবেদককে জানান গত বছর বিয়ানীবাজার উপজেলায় পাশের হার ছিল শতকরা ৮৩% এই বছর তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৬.৩৩%।

Back to top button