বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের ২৪ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

টাইমস প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এসএসসি পরিক্ষায় বিয়ানীবাজার উপহজেলার সুনামধন্য ও ঐতিহ্যবাহী বিয়ানীবাজার খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনে ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী এ স্কুলে ১১৫ জন এসএসসি পরিক্ষার্থীর মধ্যে ১১৪ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং ১ জন পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। যা শতকরা পাশের হার ৯৯.১৩%।

সরেজমিনে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন ঘুরে জানা যায় এ বছর এসএসসি পরিক্ষায় জিপি এ ও এ- পেয়েছেন মোট ৪৭ জন পরিক্ষার্থী এবং বি,সি ও ডি পেয়েছেন ৪৩ জন পরিক্ষার্থী।

খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিয়ানীবাজার টাইমস প্রতিবেদক কে জানান আমরা মোটামুটি আশানুরুপ ফলাফল পেয়েছি। তবে আমাদের ভরসা ছিল আরও একটু বেশী জিপিএ-৫ আসবে। তারপর ও আশানুরুপ ফল হয়েছে। কেনননা করোনা মহামারীর কারণে পড়াশুনায় শিক্ষার্থীদের যে দূরত্ব সৃষ্ঠি হয়েছিল তা পূরণ হওয়া প্রায় অসম্ভব ছিল। সীমীত পরিসরে সীমীত সিলেবাসে পরিক্ষা হওয়ায় আশানুরুপ ভালো ফলাফল হয়েছে। তিনি আরও বলেন উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে তাদের ইচ্ছে ছিল দিন টি উদযাপন করা। করোনার বিধিনিষেধের কারণে সম্ভব না হওয়ায় তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্য বলেন প্রত্যেকেই যেন সাফ্যল্যের উচ্চ শিখরে পৌছায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি তাদের অভিবাধন জানান।

Back to top button