বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিভিন্ন কেন্দ্রের বুথে নৌকার এজেন্ট নেই!

নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থ ধাপে বিয়ানীবাজার উপজেলার দশ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সরেজমিনে সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ। প্রতিটি লাইনে ভোটার উপস্থিতি লক্ষ্যনীয়। পুরুষদের তুলনায় নারী ভোটারদের সংখ্যা বেশি। এখন পর্যন্ত কোন প্রার্থী নির্বাচন নিয়ে কোন অভিযোগ করেননি।

তবে উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে দেখা গেছে ভিন্ন চিত্র। এই ইউনিয়নের কয়েকটি কেন্দ্রের বুথে নৌকার প্রার্থীর কোন এজেন্ট পাওয়া যায়নি। ভোটগ্রহণের শুরু থেকেই এজেন্টরা বুথে আসেননি বলে জানান দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা।

Back to top button