বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ৯৩ বছর বয়সেও ভোট দিতে এলেন চায়না মিস্ত্রি

নিজস্ব প্রতিবেদকঃ বয়সের ভারে নুয়ে পড়েছেন ৯৩ বছর বয়সের বৃদ্ধ আফতাব উদ্দিন (চায়না মিস্ত্রি) । জীবনের দীর্ঘ সময়ে বহুবার ভোট দিয়েছেন নিজে। এখন হাঁটতে কষ্ট হয়, তাই লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে এসেছেন ভোট দিতে। পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতেই তার ভোট কেন্দ্রে আসা। জীবনের শেষ বয়সে ভোট দিতে আসতে পারায় আনন্দিত তিনি।

রবিবার চতুর্থ ধাপে অনুষ্ঠিত বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলডুপ কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন।

এসময় তিনি বলেন, জীবনের শেষ বয়সে ভোট দিতে এসেছি ভালো লাগছে। জীবনে বহুবার ভোট দিয়েছি।

উল্লেখ, চতুর্থ ধাপে বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । রোববার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়। অন্য সময়ের তুলনায় এই নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল বেশি। পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Back to top button