বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ৯৫ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট বক্স প্রেরণ, ব্যালট পেপার পৌছাবে সকালে

টাইমস প্রতিবেদকঃ ভোটের জন্য এখন শুধু অপেক্ষা কয়েকটা ঘন্টা। ইতিমধ্যে উপজেলার ১০ টি ইউনিয়নের ৯৫ টি কেন্দ্রে ভোট গ্রহণের সব প্রস্থুতি শেষ করা হয়েছে।
আগামীকাল ২৬ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে ভোট গ্রহণের ব্যালট বক্সসহ যাবতীয় সরঞ্জামাধী প্রত্যেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং দায়িত্বশীল পুলিশ অফিসারের মাধ্যমে এসব সরঞ্জামাধী প্রেরণ করা হয়েছে।
ব্যালট বক্স এবং সরঞ্জামাধী প্রতিটি কেন্দ্রে আজ পৌছালেও ব্যালট পেপার প্রতিটি কেন্দ্রে যাবে আগামী কাল ভোটের দিন। বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন চৌধুরী বলেন ভোট গ্রহণের জন্য সব ধরণের প্রস্থুতি নেওয়া হয়েছে।