বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ইউপি নির্বাচন, লাউতা ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থী মোঃ সমছুল হকের তালা প্রতীকের সমর্থনে র‍্যালি

নিউজ ডেস্ক- নির্বাচনী প্রচারনার শেষ দিন ছিল গত কাল শুক্রবার। শেষ দিনে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শেষ দিনের প্রচারনায় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ সমছুল হকের তালা প্রতীকের সমর্থনে এই ওয়ার্ডের সহস্রাধীক সাধারণ মানুষের অংশগ্রহণে নির্বাচনী প্রচারনার শেষ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে লাউতা ইউনিয়নের জলঢুপে মোঃ সমছুল হকের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে শুরু করে ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামে মোটর সাইকেল, ব্যাটারিচালিত অটো রিকশা এবং কার্ভাড পিকাপ দিয়ে ইউপি সদস্য প্রার্থী সমছুল হকের সমর্থনে এ র‍্যালি দেওয়া হয়। এ সময় ৭ নং ওয়ার্ড যুবকথেকে শুরু করে সর্বস্থরের বিপুল সংখ্যাক সাধারণ মানুষ অংশ গ্রহণ। এ সময় গাড়ির হর্ন, বাশির সুর এবং নানা রকম মিছিলে মুখরিত হয়ে উঠে ৭ নং ওয়ার্ড।

মোঃ সমছুল হক ২০১৬ সালের নির্বাচনে লাউতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার পর থেকে নিরলস ভাবে কাজ করে গেছেন এই ওয়ার্ডের সর্বস্থরের মানুষের জন্য। সেজন্য তিনি আবারও আশাবাদী সাধারণ মানুষ তাকে আবারও তাদের ভোটাধীকার প্রয়োগ করে তাকে নির্বাচিত করবে।

এদিকে শমছুল হকের বিজয় নিয়ে বেশ আশাবাদী তার সমর্থকরা। তাদের দাবী নির্বাচিত হওয়ার পর মোঃ সমছুক হক এই ওয়ার্ডের জন্য অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। সেজন্য সাধারণ মানুষ তাকে আবারও ভোট দিয়ে বিজয়ী করবে

Back to top button