পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শামছুল হকের দাফন সম্পন্ন

টাইমস প্রতিবেদকঃ ক্ষণে ক্ষণে ঠান্ডায় শুক্রবার রাতে হাজারও মানুষের ভালোবাসায় অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় দেওয়া হয়েছে পৌর আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাজী শামসুল হককে।
গত বেশ কয়েক মাস থেকে বিশিষ্ট এ রাজনীতীবিদ মস্তিকের জটিলতায় ভোগছিলেন। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ও ছিলেন দেড় মাসের অধিক সময় ধরে। গত কয়েক দিন থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে থাকলেও শুক্রবার সকালে সৃষ্টি কর্তার ডাকে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। ঐ দিনই রাত ৯ ঘটিকায় বিয়ানীবাজার ওসমানী স্টেডিয়াম মাঠে তার নামাজের জানাজা সম্পন্ন হয়। জানাজার পূর্বে মরহুম হাজী শামসুল হকের স্বজনরা অশ্রুসিক্ত আর কান্না জড়িত কন্ঠে মুরহুমের জন্য দোয়া চান প্রত্যেকের কাছে।
তার নামাজের জানাযায় রাজনীতী অঙ্গনসহ প্রত্যেকস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান স্বজন এবং অসংখ্য রাজনৈতিক কর্মী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ, পৌরা আওয়ামীলীগসহ সকল নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।