মৌলভীবাজার

মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে শীতের তীব্রতা। ভোরে শীতের তীব্রতা আরও বেড়ে যায়। শেষ রাত থেকে সূর্য উদয়ের পর পর্যন্ত ঘনকুয়াশ থাকে। তবে এর পর থেকে সূর্যতাপের উজ্জ্বলতা বাড়তে থাকে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন কষ্টে।

কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে হাওরপাড়, বন্তি ও চা বাগান এলাকার শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেননা।

মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আজ রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে নভেম্বর মাসের শুরু থেকে তাপমাত্রা কমতে শুরু করে। এ অবস্থা চলতে থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্র আরও নিচে নামতে পারে।

শীতজনিত রোগে হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। পাশাপাশি হাসপাতালের আউটডোরে শীতজনিত কারণে রোগীর সংখ্যা বাড়ছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।

Back to top button