বিশ্বনাথে ২০১০ পিস ইয়াবাসহ ডিবির হাতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক- সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত মোঃ বাছির মিয়া (৪৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পাটুলীগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার চরের বন্দ গ্রামের মৃত হাজী ময়না মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০) এবং একই এলাকার মন্ডলীভোগ গ্রামের মোঃ রহমত আলীর ছেলে জিয়াউর রহমান (৩৩)।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনা মোতাবেক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ ইকতিয়ার উদ্দিন এর নেতৃত্বে ডিবি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল ০২.২০ ঘটিকার সময় বিশ্বনাথ থানার মাহতাবপুর গ্রামের সিলেট টু সুনামগঞ্জ মহাসড়কের উত্তরপাশে খালি জায়গায় অভিযান চালায়। এসময় আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ২০১০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।