গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক- সিলেটের গোলাপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় তুরুন বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাশুরা গ্রামে (৭নং ওয়ার্ড) অগ্নিকান্ডের ঘটনা ঘটে।নিহত বৃদ্ধা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনা জানান।সাবেক নারী সদস্যা জমিরুন নেছার বাড়ীতে তিনি বসবাস করতেন।বৃদ্ধার ঘরে বিদ্যুতের আলো থাকলেও কেরাসিনের বাতি তিনি নিয়মিত জ্বালিয়ে রাখতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়,ঘটনার দিন রাতে কেরাসিনের বাতি থেকে অসাবধানতাবসত বিছানার কাপড়ে আগুন ধরে যায়। নির্বাচনের প্রচারণায় বাড়ীর অপর লোকজন বাহিরে থাকায় আগুনের ঘটনা তাৎক্ষণিক টের পাওয়া যায়নি।পাড়ার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও মহিলা এসময় আগুনে জ¦লসে মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।

গোলাপগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক পার্থ সারতি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনি খবর পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ও বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।

Back to top button