বিয়ানীবাজারে গরু চুরির সন্দেহে যুবক আটক, মীমাংসায় রক্ষা!

টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজারে গরু চোর সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে৷ আটককৃত যুবক বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের মৃত আকবর আলীর ছেলে দেলোয়ার আহমদ(২৫)।
মঙ্গলবার(১৪) ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের গজারাই এলাকার মেহের উদ্দিনের বাড়ি থেকে গরু চোর সন্দেহে বাড়ির মালিক মেহের উদ্দিন তাকে আটক করেন। মেহের উদ্দিন জানান মঙ্গলবার দিবাগত রাতে ভোটের ক্যাম্পাস শেষে তিনি যখন বাড়ি ফেরন তখন রাত আনুমানিক ৩ ঘটিকার সময় তার গোয়াল ঘরের পাশে আটককৃত যুবককে দেখতে পান। তখন তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং আটককৃত যুবকের কথায় তার সন্দেহ হলে তাকে আটক করে গ্রামের মানুষকে তিনি খবর দেন। পরে বুধবার সকালে ঘটনা স্থলে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং আটককৃত যুবকের অভিভাবকরা আসেন।
পরে জরুরী নাম্বার ৯৯৯ কলের মাধ্যমে বুধবার সকালে ঘটনাস্থলে বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক মোশতাক আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে আসে।
পরে আটককৃ্ত যুবকের অভিভাবকদের কাছ থেকে জানা যায় আটককৃত যুবকের মানসিক সমস্যা আছে। আর ঘটনা স্থলের পাশে হিন্দু বাড়িতে বিয়ে থাকায় আটককৃত যুবক বিয়ে বাড়িতে বিয়ে দেখছিলো বলে তারা জানায়। সে চুরির উদ্দেশ্য ছাড়াই এখানে বিয়ে বাড়ির পাশে ঘটনাস্থল থাকায় আটককৃত যুবক সেখানে দাড়িয়েছিল এবং ধুমপান করছিল। ঠিক এমনটাই আটককৃত যুবকের পরিবারের দাবী।
পরে ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন এবং গ্রামের গণ্যমান্য কিছু ব্যাক্তির সহযোগীতায় ঘটনা সমঝোতার মাধ্যমে শেষ করা হয়। এ সময় সমাঝোতায় উপস্থিত ছিলেন অভিযুক্ত যুবকের গ্রামের ইউপি সদস্য ও তার এলাকার গণ্যমান্য ব্যাক্তি।
লাউতা ইউনিয়নের চেয়ারম্যান গৌছ উদ্দিন জানান বাড়ির মালিক এবং সবাইকে নিয়ে তিনি এই ঘটনা সমঝোতার মাধ্যমে শেষ করেছেন। বাড়ির মালিক মেহের উদ্দিন আটককৃত যুবককে সন্দেহ করে আটক করেছিলেন বলে জানান।
বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক মোশতাক আহমদ ঘটনাস্থলে সরেজমিনে জানান ঘটনাস্থলের বাড়ির মালিক মেহের উদ্দিন উক্ত ঘটনার জন্য কোন মামলা করেন নি। তিনি সন্দেহেবশত তাকে আটক করেছিলেন। সেজন্য তিনি মামলা করতে চান না। ৯৯৯ এ কল দেওয়ায় হেড কোয়ার্টার থেকে খবর পেয়ে ঘটনা স্থলে তারা এসেছেন বলে জানান। সমাঝোতার মাধ্যমে এই ঘটনার মীমাংসা হওয়ায় অভিযুক্ত যুবককে তার অভিভাবকদের কাছে সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়।