বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের ক্রিকেট থেকে ইতি টানলেন আরেক ক্রিকেটার, সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক- আরিফ মোহাম্মদ ইফতেখার। বিয়ানীবাজারের স্থানীয় ক্রিকেটাঙ্গনে হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে অত্যন্ত সুপরিচিত একটি নাম। দীর্ঘ সময়ের ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন ঢাকার গেন্ডারিয়ার ইস্ট এন্ড ক্রিকেট একাডেমি, বিয়ানীবাজারের ওয়ারিয়ার্স ক্রিকেট ক্লাব, চলন্তিকা সমাজকল্যাণ সংস্থা, এরাইভেলস স্পোর্টিং ক্লাব, ইউনিটি ক্রিকেট একাডেমি তিলপাড়া দলের হয়ে। শুধু তাই নয়, বিভিন্ন ধাপে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে হোয়াইট মোহামেডান এবং ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে খেলেছেন সিলেটের আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে।

আরিফ মোহাম্মদ ইফতেখার স্থানীয় ক্রিকেটের বিভিন্ন লিগ ও টুর্নামেন্টে প্রতিভার স্বাক্ষর রাখলেও নানা সীমাবদ্ধতার কারণে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার সুযোগ হয়ে উঠেনি। এ নিয়ে তার আক্ষেপেরও শেষ নেই। তার সাথে আলাপকালে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, ক্রিকেটীয় অবকাঠামোগত দুর্বলতা ও ব্যক্তিগত বিভিন্ন কারণে প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণের সুযোগও হাতছাড়া হয়েছে তার।

আরিফ মোহাম্মদ ইফতেখার ব্যক্তিগত কারণে সম্প্রতি প্রবাসে পাড়ি জমাতে যাচ্ছেন। সেজন্য স্থানীয় ক্রিকেটকে বিদায় বলতে হচ্ছে তাকে। একইসাথে বিদায় নিয়েছেন বর্তমান ক্লাব ইউনিটি ক্রিকেট একাডেমিকেও। আর তাই সতীর্থরা একাডেমির কোচ ও সিনিয়র এই ক্রিকেটারের বিদায়পর্বকে স্মরণীয় করে রাখলো। এক আনুষ্ঠানিকতায় আরিফকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে ইউনিটি ক্রিকেট একাডেমি তিলপাড়া। এর আগে তাকে ক্রিকেট মাঠে গার্ড অব অনার জানান ইউনিটির ক্রিকেটাররা।

শনিবার সন্ধ্যায় পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে একাডেমির সভাপতি ডা. আব্দুস সালাম মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিটি ক্রিকেট একাডেমি তিলপাড়ার কর্মকর্তা ও ক্রিকেটারবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নানা সমস্যা, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সীমাবদ্ধতার কারণে বিয়ানীবাজারের ক্রিকেটাঙ্গন থেকে অনেকেই ঝরে যাচ্ছে। অনেকেই পরিবার-পরিজনের ভরণপোষণের আশায় প্রবাসে পাড়ি জমাচ্ছে। এতে দিনশেষে স্থানীয় ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণেই মূলত এই জনপদের ক্রিকেটাররা আলোর মুখ দেখতে পাচ্ছেন না।

বক্তারা আরও বলেন, ইউনিটির ক্রিকেটারদের উন্নতির পিছনে আরিফ মোহাম্মদ ইফতেখারের অবদান অনস্বীকার্য। এছাড়া উনি আমাদের একজন নিয়মিত পারফর্মার। এই বিয়োগটা ইউনিটি তথা বিয়ানীবাজারের ক্রিকেটের জন্য অপূরণীয়। নিঃসন্দেহে একজন লোকাল কিংবদন্তির ক্রীড়া দক্ষতা থেকে বঞ্চিত হচ্ছে এই ক্রিকেটীয় অঞ্চল। এসময় তারা তার প্রবাসযাত্রা এবং প্রবাস জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

Back to top button