বিয়ানীবাজারে ইউপি নির্বাচন, কুড়ারবাজারে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়ন নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারনা। কুশিয়ারা পারের এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসাবে রয়েছেন এ এফ এম আবু তাহের, তিনি এবারও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন।
তার পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থনে নৌকা প্রতিক নিয়ে লড়ছেন বাহার উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতিক নিয়ে লড়ছেন এই ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলকাছ আলীর পুত্র জাকারিয়া আহমদ, অটোরিক্সা প্রতিক নিয়ে লড়ছেন আওয়ামীলীগ বিদ্রোহী সাবেক ফুটবলার তুতিউর রহমান তুতা, চশমা প্রতিক নিয়ে হাজী নজমুল হক, ঘোড়া প্রতিক নিয়ে লড়ছেন আব্দুল মুমিত।
ভোটের মাঠে নেতাকর্মী ও সমর্থক নিয়ে প্রচারনা চালাচ্ছেন সকল প্রার্থী, বর্তমান চেয়ারম্যান তাহের তার আনারস প্রতিক নিয়ে আবারও জিততে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, নিজের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি শুনছেন মানুষের সমস্যা, সমাধানে দিচ্ছেন আশ্বাস। নিজের জয়ের ব্যাপারে আত্নবিশ্ববাসি তাহের বিয়ানীবাজার টাইমসকে বলেন, তিনি বিগত দিন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন, সে হিসাবে ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন।
নিজের পিতা ছিলেন দুই বারের চেয়ারম্যান, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাবার দেখানো পথে জনসেবা করতে মোটর সাইকেল প্রতিক নিয়ে ভোটের মাঠে রয়েছেন আলকাছ পুত্র জাকারিয়া, তিনি বলেন, জনসেবায় বাবার দেখানো পথে হাটতে চাই, এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেই সব সমাধানে নিজেকে উৎসর্গ করতে চাই।
তুতিউর রহমান তোতা গত নির্বাচনে প্রার্থী হয়ে হেরেছিলেন, এবার মানুষের সমর্থন নিয়ে অটোরিক্সা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি বলেন, ইউনিয়নের অনেক জায়গায় কুশিয়ারা পারে নদীভাঙ্গন কবলিত এলাকার উন্নয়নে কাজ করবেন।
মুমিত তরুন প্রার্থী, নির্বাচনের মাঠে প্রথম হলেও প্রচারনায় নেই পিছিয়ে। নির্বাচনে জিততে ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। তিনি বলেন, নির্বাচিত হলে নিজস্ব অর্থায়নে ইউনিয়নে একটি এ্যাম্বুলেন্স দিবেন, সরকারি অনুদানের পাশাপাশি নিজস্ব অর্থায়নে বিভিন্ন ভাতা প্রদান করবেন।
এই ইউনিয়নে নৌকার প্রার্থী অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে সাধারন ভোটারদের ধারনা, নৌকার প্রার্থীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনি কথা বলেননি।
এই ইউনিয়নে নির্বাচনে যারাই আলোচনায় আসবেন লড়তে হবে বর্তমান চেয়ারম্যান এএফএম আবু তাহেরের সাথে। এই এলাকায় মানুষের মনে ক্ষোভ রয়েছে নদী ভাঙ্গন নিয়ে, এই ইস্যুতে ভোটের তারতম্য ঘটতে পারে। ২৬ ডিসেম্বর ফলাফলে জানা যাবে ভোটারদের পছন্দ।