গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে ঘরের সব পুড়ে ছাই, অক্ষত কোরআন শরীফ!

নিউজ ডেস্ক- সিলেটের গোলাপগঞ্জে অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। এই মহা গ্রন্থের একটি অক্ষরও আগুন স্পর্শ করেনি।
শনিবার (১১ডিসেম্বর) ভোর রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের শেখপাড়া গ্রামের দলা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, শনিবার ভোর রাতে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে মসজিদে মাইকিং করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ।
স্থানীয়রা জানান, আগুনে কোরআন শরীফের সাদা অংশ কিছুটা কালচে দাগ হয়েছে। কিন্তু লেখার কোনো ক্ষতি হয়নি। অক্ষত পাওয়া পবিত্র কোরআন শরীফটি দেখতে উৎসক জনতা ভিড় জমায়।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলা উদ্দিন।