প্রতীক বরাদ্ধ, বিয়ানীবাজারে নির্বাচনী প্রচারনা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে ১০ ইউনিয়নে ৪৭ চেয়ারম্যান প্রার্থীসহ ৪৭১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করেছে উপজেলা নির্বাচন অফিস। প্রতীক বরাদ্ধের পর দুপুর থেকেই নিজের প্রতীক নিয়ে প্রচারনায় নেমে পড়েছেন অনেক প্রার্থী।
ভুভুজেলা বাশির সুরে প্রতীকের মিছিল নিয়ে ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিন করছেন স্ব স্ব প্রার্থীর কর্মী সমর্থকরা। শুরু হয়েছে পোস্টার, ব্যানার সাটানো, চলছে মাইকিং। নির্বাচনী আচরনবিধি মেনে সকল প্রার্থীরা তাঁদের প্রচারনা চালাতে পারবেন প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত।
ইতিমধ্যেই প্রতীক বরাদ্ধের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের পরিচালনায় নির্বাচন আচরণ বিধি মেনে চলতে সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের আহবান জানান। একই সাথে কোন প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তবে প্রচারনার ভিন্ন মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনেক মাধ্যমে প্রচারনা শুরু করেছেন প্রার্থীরা। তাঁদের আশা আগামী ২৬ তারিখ নির্বাচনে তাঁদের জয় নিশ্চিত হবে।