বিয়ানীবাজার সংবাদ

বঙ্গবীর অগ্রগামীর বিয়ানীবাজারে একদিন

সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে এবার বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে বিয়ানীবাজারের মাছুম আহমেদ। বঙ্গবীর অগ্রগামীর পরিচালনার দায়িত্ব পেয়ে গত মাসে বিয়ানীবাজারে ট্যালেন্ট হান্টের আয়োজন করেন মাছুম। হান্টের পর সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২১-২২ এর জন্য বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র দল গঠন করেন তিনি। পুলে থাকা সায়েম আলম রিজভী, জয়নুল ইসলাম, শানাজ আহমেদকে নিয়ে বঙ্গবীর অগ্রগামীর দল সাজান মাছুম। ৪ ডিসেম্বর শুরু হওয়া সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে আগামী শুক্রবার এ্যাপোলো-১১ বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বঙ্গবীর অগ্রগামী। সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে যাত্রা শুরুর আগে একদিনের সফরে বিয়ানীবাজার আসে বঙ্গবীর অগ্রগামী।

বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের ম্যানেজার মাছুম আহমেদের আমন্ত্রণে সোমবার (৬ ডিসেম্বর) বিয়ানীবাজার আসেন বঙ্গবীর অগ্রগামীর কোচ, অধিনায়ক ও দলে থাকা ক্রিকেটাররা।

হেমন্তের বৃষ্টি স্নাত দুপুরে বঙ্গবীর অগ্রগামীর কোচ আল ওয়াদুদ সুইটের নেতৃত্বে সিলেট জেলা স্টেডিয়াম থেকে বিয়ানীবাজারে উদ্দেশ্যে যাত্রা শুরু করেন দলে থাকা ক্রিকেটাররা। দুপুর দেড়টায় দল নিয়ে বিয়ানীবাজার ওসমানী স্টেডিয়ামে পৌঁছান অগ্রগামীর কোচ আল ওয়াদুদ সুইট। কোচের সাথে এই বহরে ছিলেন বঙ্গবীর অগ্রগামীর অধিনায়ক সায়েম আলম রিজভী, এজাজ আহমেদসহ দলে থাকা সিলেটের আরও আট ক্রিকেটার। দুপুর দেড়টায় বঙ্গবীর অগ্রগামীর গাড়ি ওসমানী স্টেডিয়ামে পৌঁছলে কোচ, অধিনায়কসহ সিলেট থেকে আসা সবাইকে স্বাগতম জানান অগ্রগামীর ম্যানেজার মাছুম আহমেদ।

মাঠের কাজ সেরে, মধ্যাহ্নভোজের জন্য দল নিয়ে বিয়ানীবাজার উপজেলার মুস্তফা রেস্টুরেন্ট এ্যান্ড পার্টি সেন্টারে যান মাছুম আহমেদ। মধ্যাহ্নভোজ শেষে অগ্রগামীর কোচ আল ওয়াদুদ সুইট দল নিয়ে আসেন বিয়ানীবাজারের আজির প্লাজায় ম্যানেজার মাছুম আহমেদের কার্যালয়ে। সেখানে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে বঙ্গবীর অগ্রগামীর হয়ে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে সই করেন সায়েম আলম রিজভী, এজাজ আহমেদ, জয়নুল ইসলাম ও শানাজ আহমেদ। এসময় বঙ্গবীর অগ্রগামীতে নাম লেখান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার তৌহিদুল ইসলাম ফেরদৌস ও মুজাক্কির হোসাইন। এছাড়াও সিলেটের স্থানীয় ক্রিকেটার ইরফান হোসাইন, বাহার হোসাইন ও কামিল আহমেদ সই করেন।

বৈরি আবহাওয়ার কারণে চলতি সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ একদিনের জন্য স্থগিত করা হয়েছে। জিমখানা ও ইয়ুথ সেন্টারের খেলা সোমবার স্থগিত করা হয়েছে। একদিনের বিরতির পর আগামী বুধবার জিমখানা ও ইয়ুথ সেন্টারের ম্যাচ দিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে পুনরায় লিগ শুরু হবে।

Back to top button