বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল

টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল এবং চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় বারইগ্রাম বাজারে ​বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্ববায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় ১১ নং লাউতা ইউনিয়ন বিএনপির আহ্ববায়ক আতাউর রহমানের সভাপতিত্বে শুরু হয় মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী বিএনপি নেতা আলা উদ্দিন আহমদ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারিরীক অবস্থার অবনতির কথা তুলে ধরেন এবং তার চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করার জোড় দাবী জানান তিনি। তিনি আরও বলেন বেগম জিয়া সাবেক প্রধান মন্ত্রী ছিলেন। তিনি গুরুতরও অসুস্থ এখন। তাকে বিদেশ না পাঠিয়ে যদি তার কোন কিছু হয় তাহলে এর পুরো দায়িত্ব কে নিবে। ক্ষমতাসীন দলের দলীয় নেতা বর্তমান বাংলাদেশ প্রধান মন্ত্রীর কাছে তিনি অনুরুধ জানান তাকে যত দ্রুত সম্ভব চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাবস্থা করার জন্য।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা নাজিম উদ্দিন, বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মজির উদ্দিন মড়াই, হেলাল উদ্দিন, আতা উদ্দিন, মোঃ বদইসহ আরও অনেক নেতাকর্মী।

এসমইয় বিশেষ অতিথির বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখন গুরুতর। তাকে যত দ্রুত সম্ভব বিদেশে প্রেরণ করা প্রয়োজন। তিনি ছাত্রদলের আরও বিভিন্ন আন্দলন ও দাবীদয়ার কথা তুলে ধরেন।

অতিথিদের বক্তব্য শেষে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।

Back to top button