বড়লেখা
বড়লেখায় শুরু হয়েছে ভোট, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারের উপস্থিতি

টাইমস প্রতিবেদকঃ বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়নে সকাল থেকে শুরু হয়েছে ইউপি নির্বাচন। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছেন কেন্দ্রে।
রবিবার(২৮ নভেম্বর) সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটাররা নিজেদের প্রার্থীদের নির্দ্বিধায় ভোট দিচ্ছেন৷ শুরুতে ভোটারের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটারের উপস্থিতি।
সরেজমিনে বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায় কোন ধরনের বল প্রয়োগ ছাড়াই নিজেদের ভোট তারা নিজেদের পছন্দের প্রার্থীকে দিচ্ছেন।
বিয়ানীবাজার টাইমসের নিজস্ব প্রতিবেদক আসফাক জুনেদের কাছ থেকে সর্বশেষ তথ্য পাওয়ানুযায়ী এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোন ধরণের বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি৷ শান্তি পূর্ণ ভাবে ভোটাররা ভোট দিচ্ছেন৷