বিয়ানীবাজারে কাল সকাল-সন্ধ্যা থাকবে না বিদ্যুৎ
বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারে বিদ্যুৎ সরবরাহ লাইনের রক্ষণাবেক্ষণ, সংস্কার ও মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত বিদ্যূৎ থাকবে না।
বিয়ানীবাজার পৌরশহর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ জোনাল অফিস।
বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়ক ও কলেজ রোড এলাকায় সড়কের মধ্যখানে ও একপাশে বিদ্যুৎ সরবরাহ লাইনের পুল (খুটি) থাকায় প্রায়ই জানযট দেখা দেয়। এছাড়া বিভিন্ন সময় ঘটে দুর্ঘটনা। এসব কারণে পল্লীবিদ্যুৎ দীর্ঘদিন পর খুটি সরানোর কাজ হাত নিয়েছে। এ সময় বিদ্যুৎ পুলের সাথে দুর্বল সংযোগ লাইন মেরামত ও সংস্কার করা হবে। শনিবার বিদ্যুৎ লাইন সংস্কার ও মেরামত কাজের জন্য সুপাতলা সাবস্ট্রেশনের কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার দিনভর পল্লীবিদ্যুৎ না থাকায় গ্রাহকের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মন।