মৌলভীবাজার

মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু ২১ নভেম্বর

নিউজ ডেস্ক- করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকার আওতায় এবার আসছে মৌলভীবাজারের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। আগামী ২১ নভেম্বর (রোববার) থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ এক বিজ্ঞপ্তিতে জানান মৌলভীবাজার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ফাইজারের করোনা টিকা দেওয়া হবে।

তবে অগ্রাধিকার ভিত্তিতে শুরুতেই এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।

সিভিল সার্জন জানান, শিক্ষার্থীদের তাদের এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ও শিক্ষাপ্রতষ্ঠান কর্তৃক পূরণকৃত ২ কপি টিকা কার্ড প্রদর্শন করে টিকা গ্রহণ করতে হবে। টিকা প্রদান করা হবে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের কনফারেন্স রুমে।

টিকা প্রদানের সময়সূচি

০১. কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ ২১ নভেম্বর ২৪৭জন সকাল ৯.০০মি.
০২. আজাদ বকত হাই স্কুল এন্ড কলেজ ২১ নভেম্বর ১২৩জন সকাল ১১.০০মি.
০৩. জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান হাই স্কুল এন্ড কলেজ ২১ নভেম্বর ২৪৪জন বেলা ১২.০০মি.
০৪. আলহ্বাজ মকলিসুর রহমান কলেজ ২১ নভেম্বর ১৯৪জন দুপুর ২.০০মি.
০৫. হোয়াইট পার্ল কলেজ ২২ নভেম্বর ২২জন সকাল ৯.০০মি.
০৬. মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ২২ নভেম্বর ১১১৩জন সকাল ৯.৩০মি.
০৭. ইম্পিরিয়াল কলেজ ২৩ নভেম্বর ১৬৩জন সকাল ৯.০০মি.
০৮. মৌলভীবাজার সরকারি কলেজ ২৩ নভেম্বর ১০৭৭জন সকাল ১০.০০ মি.

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পর্যায়ক্রমে সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলার পরীক্ষার্থীরা টিকার আওতায় আসবে। পরীক্ষা শুরুর আগে সব পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে।

Back to top button