বিয়ানীবাজার সংবাদ
দ্বিতীয় দিনে বিয়ানীবাজার উপজেলায় এসএসসি ও এসএসসি সমমানের পরিক্ষায় অনুপস্থিত ৩৫!

টাইমস প্রতিবেদকঃ সারা দেশের ন্যায় বিয়ানীবাজারেও অনুষ্ঠিত হয়েছে এসএসসি সমমানের পরিক্ষা। দ্বিতীয় দিনে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ইতিহাস এবং ব্যাবসায় শাখার শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান পরিক্ষা ছিল।
সোমবার সকালে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ইতিহাস পরিক্ষা ছিল। বিয়ানীবাজার উপজেলায় মানবিক বিভাগের ইতিহাস পরিক্ষায় ৩৫ জন অনুপস্থিত ছিলেন। তবে বিকেলের ব্যাবসা বিভাগের পরিক্ষায় কোন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন না।
উল্লেখ্য রবিবার থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও এসএসসি সমমানের দাখিল পরিক্ষা। উক্ত পরিক্ষায় বিয়ানীবাজার উপজেলায় অংশগ্রহণ করছেন ৩৭৪১ জন। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দিন ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় করোনা সংক্রমণের পর এই প্রথম শুরু হয়েছে কোন বোর্ড পরিক্ষা।