বিয়ানীবাজার সংবাদ

নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে- শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক ঃ সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক রহমান চৌধুরী বলেছেন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ থাকতে হবে। রবিবার তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা গ্রাম পর্যায়ে শহর জীবনের মতো সুযোগ সুবিধা দিতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীরা যেন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নৌকার প্রার্থী নির্ধারিত করে এ জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

বর্ধিত সভায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়ালের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন,সিলেট জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য আব্দুল বারি, আব্দুল হাসিব মনিয়া, মোহাম্মদ জাকির হোসেন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, ছালেহ আহমেদ বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শুকুর সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী। প্রতিবেদনটি লেখা পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়নে নৌকার প্রার্থী নির্ধারণ কার্যক্রম চলমান রয়েছে।

Back to top button