বিয়ানীবাজার সংবাদ

জাফলং ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে বিয়ানীবাজারের তরুন নোমান

নিজস্ব প্রতিবেদকঃ জাফলংয়ে গিয়েছিলেন ঘুরতে বিয়ানীবাজারের তরুন নোমান, তবে বাড়ি ফেরা হয়নি তার। জৈন্তাপুর সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত শ্রীখেল এলাকায় সড়ক দূর্ঘটনায় পিকআপ লেগুনার সাথে তার বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার দুপুর ২টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রীখেল এলাকায় লেগুনা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। তিনি গুরুতর আহত হোন, আহতদের উদ্ধার করে সিলেট ওমেকে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত তরুন নোমান আহমদ উপজেলার মুড়িয়া ইউনিয়নের সৌদি প্রবাসী মুহিবুর রহমানের ছেলে। দুর্ঘটনায় তার সাথে থাকা বিয়ানীবাজার কুড়ারবাজার ইউনিয়নের আরেকজন তরুন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নোমান আহমদ গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনতা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও লেগুনা রয়েছে। পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Back to top button