ওসমানীনগরে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ট্রাক চালকের মৃত্যু

নিউজ ডেস্ক- সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের সাদিপুর ব্রিজের নিকটবর্র্তী স্থানে অজ্ঞাতনামা বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ট্রাক চালক নিহত হয়েছেন।নিহত ট্রাক চালক হুমায়ুন কবীর (৫৫) পটুয়াখালী জেলার বাহুফল থানার কালিশরি গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র।
বুধবার দিবাগত রাত ৪ টার দিকে ওসমানীনগরের সাদিপুর এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।জানা যায়,ঢাকা মেট্রো ঢ-১৮-৬০০৫ ঢাকাগামী ট্রাকটি বুধবার দিবাগত রাত ৪টায় ওসমানীগরের সাদিপুর এলাকায় আসার পর ট্রাকের চাকায় ত্রুটি দেখা দেয়।
চালক হুমাউয়ন কবীর মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে হেলপারকে নিয়ে চাকার ত্রুটি মেরামত কাজে নিয়জিত থাকা অবস্থায় একই গামী দুরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) নবী হোসেন জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদেেন্তর জন্য হাসপাতালে প্রেরণ করেছে। ঘাতক বাসটিকে সনাক্তকরনের চেষ্ঠা অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।